ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক হত্যা: ঘাতক গ্রেপ্তার
- Update Time : 10:29:23 pm, Monday, 26 January 2026
- / 21 Time View
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে নয়ন (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ইমরান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার পূর্ব আতাদী গ্রামে ওয়াজ মাহফিল উপলক্ষে আয়োজিত একটি মেলায় ঝালমুড়ি বিক্রি করতে যান আতাদী গ্রামের মৃত মতি মোল্লার ছেলে ইমরান মোল্লা। এ সময় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের মোশাররফের ছেলে নয়নের সঙ্গে তার কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে ইমরান মোল্লা ঝালমুড়ি তৈরির কাজে ব্যবহৃত পেঁয়াজ-মরিচ কাটার ছুরি দিয়ে নয়নকে আঘাত করে। এতে নয়নের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ইমরান মোল্লা আত্মগোপনে চলে যায়। পরে প্রযুক্তির সহায়তায় সোমবার সকালে আড়াইহাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমরান মোল্লা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। ঘটনার পেছনের কারণ এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে অধিকতর তদন্তের স্বার্থে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
























