সন্ত্রাস করলে দলের লোকও ছাড় পাবে না, দুর্নীতির টুঁটি চেপে ধরব: চট্টগ্রামে তারেক রহমান
- Update Time : 10:06:19 pm, Sunday, 25 January 2026
- / 52 Time View
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাসে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে দুর্নীতি প্রতিরোধ করা হবে এবং দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে।
রোববার দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এবারের নির্বাচনি স্লোগান— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—উল্লেখ করে তারেক রহমান বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, “ওয়াসিমসহ জুলাইয়ের শহীদ ও সকল শহীদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।”
সমাবেশে তারেক রহমান বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে সংশ্লিষ্ট আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন।
তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও খাল খনন কর্মসূচি চালু করা হবে।
তিনি বলেন, “স্বাস্থ্যসেবা আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।”
রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনার রাজনীতিতে দেশের মানুষের উপকার হবে না। দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়। সেই লক্ষ্যেই কাজ করতে হবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

























