পথশিশুদের মুখে হাসি ফেরাতে মানবতার ফেরিওয়ালা আঁখি রাহাত খান
- Update Time : 10:19:04 pm, Sunday, 25 January 2026
- / 21 Time View
সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মুখে হাসি ফেরাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আঁখিরাত খান। শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে খাদ্য, শিক্ষা উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
সম্প্রতি এক মানবিক কার্যক্রমে দেখা যায়, হাস্যোজ্জ্বল আঁখিরাত খান নিজ হাতে পথশিশুদের খাবার তুলে দিচ্ছেন। দীর্ঘদিনের অনাহার ও অবহেলার জীবনে অভ্যস্ত শিশুদের চোখে-মুখে তখন ফুটে ওঠে আনন্দের ঝিলিক। শিশুদের এমন হাসিই তার কাজের প্রধান প্রেরণা বলে জানান তিনি।
এ সময় আঁখিরাত খান বলেন,
“এই শিশুরাও আমাদের সমাজেরই অংশ। ওদের একটু ভালোবাসা, একটু সহানুভূতি দিলে ওরাও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে। আমি চাই, পথশিশু শব্দটা একদিন ইতিহাস হয়ে যাক।”
তার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সচেতন নাগরিকদের মতে, রাষ্ট্র ও সমাজের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও যে পরিবর্তন আনা সম্ভব—আঁখিরাত খান তার উজ্জ্বল উদাহরণ।
মানবতার সেবায় এমন নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনরা। পথশিশুদের জন্য তার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।























