সিদ্ধিরগঞ্জে মিনি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
- Update Time : 07:07:21 pm, Saturday, 24 January 2026
- / 24 Time View
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এক মিনি ট্রাকের হেলপার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে চিটাগাং রোডের মাদানীনগর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে পেছন দিক থেকে দ্রুতগতির মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের হেলপার জিয়াউল (৯১) গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত জিয়াউল নেত্রকোনা জেলার বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনাকবলিত কভার্ড ভ্যান ও মিনি ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মো. জুলহাস উদ্দিন বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





















