বাস্তবায়নের রোডম্যাপহীন প্রতিশ্রুতিতে জনগণ আর বিশ্বাস করে না: নাহিদ ইসলাম
- Update Time : 11:48:44 pm, Saturday, 24 January 2026
- / 25 Time View
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, ভোটাররা এখন অনেক বেশি সচেতন। বাস্তবায়নের কোনো সুস্পষ্ট রূপরেখা ছাড়া দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতিতে জনগণ আর বিশ্বাস করে না।
আজ সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু বাস্তবে সেগুলো বাস্তবায়নের জন্য তাদের কোনো স্পষ্ট রোডম্যাপ নেই।
তিনি আরও বলেন, মানুষ এই ধরনের প্রতিশ্রুতির ব্যাপারে ক্রমশ সন্দিহান হয়ে উঠছে। অতীতে একই ধরনের প্রতিশ্রুতি তারা বহুবার শুনেছেন, যা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম ভোটকে দেশের গতিপথ পরিবর্তনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তার নিজ নির্বাচনী এলাকাসহ কয়েকটি এলাকায় অবাধ ভোটদান নিরুৎসাহিত করতে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন যে, ১০-দলীয় জোট ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
ভাটারা, রামপুরা এবং সমগ্র ঢাকা-১১ আসনের ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম ন্যায়বিচার, সংস্কার ও ন্যায্যতার পক্ষে ভোট হিসেবে ১০-দলীয় জোটের প্রতীক ‘শাপলা কলি’-তে সমর্থন দেওয়ার আহ্বান জানান।






















