Dhaka 5:49 pm, Saturday, 24 January 2026

আমরা কারো খবরদারি সহ্য করবো না: গাইবান্ধায় জামায়াত আমির

আতোয়ার রহমান, গাইবান্ধা প্রতিনিধি
  • Update Time : 03:44:48 pm, Saturday, 24 January 2026
  • / 13 Time View

জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। ছবিঃ অগ্নিশিখা

১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করবো না। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেবো।”

শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবা। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না।”

উত্তরাঞ্চলের নদ-নদীর অবস্থা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে উত্তরাঞ্চলের নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদীতে প্রবাহ বজায় রাখতে উদ্যোগ নেওয়া হবে। “নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ পাবে,” বলেন তিনি।
দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “যদি চুরির টাকাগুলো ফেরত নিতে পারি আর নতুন চোরদের হাত বন্ধ করে দিতে পারি, তাহলে ভালো উন্নয়ন করা সম্ভব।”

দেশপ্রেমের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, “এই মাটিকে ভালোবাসি। শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, পলাশবাড়ি-সাদুল্যাপুর আসনের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জ আসনের প্রার্থী মাজেদুর রহমান, গোবিন্দগঞ্জ আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সাঘাটা-ফুলছড়ি আসনের প্রার্থী আব্দুল ওয়ারেছ সরকার, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় তিনি বলেন, “এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদেরকে উপহার দেবেন।”

গাইবান্ধার জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। বগুড়া ও সিরাজগঞ্জে দুটি করে সমাবেশে বক্তব্য দিয়ে পাবনায় জনসভা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আমরা কারো খবরদারি সহ্য করবো না: গাইবান্ধায় জামায়াত আমির

Update Time : 03:44:48 pm, Saturday, 24 January 2026
১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কারো লাল চোখকে ভয় করি না। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না। আবার আমাদের দেশের ওপর কেউ খবরদারি করুক সেটাও সহ্য করবো না। আমরা দুর্নীতি ও চাঁদাবাজদের রুখে দেবো।”

শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ভয় পেও না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। তোমাদেরকেও সম্মানজনক কাজ দেব। সমাজে মাথা উঁচু করে চলতে পারবা। তোমার মাকে কেউ আর চাঁদাবাজের মা বলবে না। তোমার স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলে খোটা দেবে না।”

উত্তরাঞ্চলের নদ-নদীর অবস্থা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে উত্তরাঞ্চলের নদীগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদীতে প্রবাহ বজায় রাখতে উদ্যোগ নেওয়া হবে। “নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ পাবে,” বলেন তিনি।
দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “যদি চুরির টাকাগুলো ফেরত নিতে পারি আর নতুন চোরদের হাত বন্ধ করে দিতে পারি, তাহলে ভালো উন্নয়ন করা সম্ভব।”

দেশপ্রেমের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, “এই মাটিকে ভালোবাসি। শত জুলুমের পরও আমরা কোথাও চলে যাইনি। আল্লাহ সুযোগ দিলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চলতে চাই। মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।”

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল করিম, পলাশবাড়ি-সাদুল্যাপুর আসনের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু, সুন্দরগঞ্জ আসনের প্রার্থী মাজেদুর রহমান, গোবিন্দগঞ্জ আসনের প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, সাঘাটা-ফুলছড়ি আসনের প্রার্থী আব্দুল ওয়ারেছ সরকার, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় তিনি বলেন, “এই পাঁচজনকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই আমানতকে আপনারা আমাদেরকে উপহার দেবেন।”

গাইবান্ধার জনসভা শেষে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা হন। বগুড়া ও সিরাজগঞ্জে দুটি করে সমাবেশে বক্তব্য দিয়ে পাবনায় জনসভা শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।