শাপলা কলিতে ভোট চাইলেন হাসনাত আবদুল্লাহ, মাদক-দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার
- Update Time : 11:32:26 pm, Friday, 23 January 2026
- / 28 Time View
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাপলা কলিতে ভোট চেয়ে মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
শুক্রবার দেবীদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভোট কোনো জবরদস্তির বিষয় নয়—এটি মানুষের ভালোবাসা ও স্বাধীন পছন্দের প্রতিফলন। ভোটকেন্দ্রে ভয়ভীতি, চাপ কিংবা মাতব্বরির কোনো স্থান থাকতে পারে না।”
তিনি বলেন, দেবীদ্বারের সাধারণ মানুষ, প্রবাসী ভাইয়েরা, তরুণ-যুবসমাজ এবং মা-বোনেরাই তার প্রকৃত শক্তি। অনেকেই প্রকাশ্যে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কথা বললেও ভোটের গোপন কক্ষে নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এবারের নির্বাচন হবে নিজের ভোট নিজে দেওয়ার নির্বাচন। কোনো ধরনের জোরজবরদস্তি বা ক্ষমতার দাপট চলবে না। যারা ঋণখেলাপি, ব্যাংক লুটেরা কিংবা দুর্নীতিবাজদের প্রার্থী বানিয়েছে, জনগণ তাদের ইতোমধ্যে চিহ্নিত করেছে এবং ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে।”
ভিআইপি সংস্কৃতির কড়া সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে কৃত্রিম বলয় তৈরি হলে নেতারা সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। “বড় চেয়ার ও ছোট চেয়ারের রাজনীতি নয়, মানুষের কাতারে থেকেই রাজনীতি করতে হবে। তাহলেই রাজনীতি হবে জনবান্ধব,” যোগ করেন তিনি।
দুর্নীতির প্রভাব তুলে ধরে তিনি বলেন, এখনই দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে সামান্য সরকারি সেবার জন্যও দ্বিগুণ ঘুষ দিতে হয়। দেশকে এ অবস্থা থেকে বের করে আনতে রাজনীতিকে কখনোই ‘বিনিয়োগ’ বা লাভ ফেরতের মাধ্যম বানানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি দাবি করেন, মানুষের সেবা ও সম্মানের জায়গা থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দুর্নীতির সঙ্গে তার বা তার সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই। গত দেড় বছরে তারা কারও কাছ থেকে চাঁদা নেননি এবং বাজার, হাট বা যানবাহন দখলের রাজনীতিতেও জড়াননি বলে জানান তিনি।
শুক্রবার দেবীদ্বারের ভিংলাবাড়ি, মোহনপুর ইউনিয়নের বিহারমন্ডল, ছোটনা উচ্চ বিদ্যালয় মাঠ ও শান্তির রোডসহ একাধিক স্থানে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন তিনি। একই দিন বরকামতা ইউনিয়নের বাগমারা বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















