Dhaka 6:15 pm, Friday, 23 January 2026

ভোট পবিত্র দায়িত্ব, গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:32:47 pm, Friday, 23 January 2026
  • / 22 Time View
২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট শুধু নাগরিকদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। তিনি বলেন, “আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, ঠিক তাকে নিঃসংকোচে ভোট দেবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।”

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের আটটি জেলা সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “এবার একজন ব্যক্তি দুটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট, অপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন।” তিনি দাবি করেন, “১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।”

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, “যারা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, আমরা আশা করি তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি—আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ।’”

তিনি বলেন, “আজকের এই সফরের মাধ্যমে ঢাকার বাইরে আমাদের কার্যক্রম শুরু হলো। জনগণের পালস বুঝে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে, দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়—যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

দলীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, বেলা ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

আগামীকাল শনিবার সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভোট পবিত্র দায়িত্ব, গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

Update Time : 03:32:47 pm, Friday, 23 January 2026
২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট শুধু নাগরিকদের অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। তিনি বলেন, “আপনি যে দল বা ব্যক্তিকে পছন্দ করেন, ঠিক তাকে নিঃসংকোচে ভোট দেবেন। আপনার একটি ভোটই নির্ধারণ করে দেবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব কারা পালন করবে।”

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উত্তরবঙ্গের আটটি জেলা সফরের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “এবার একজন ব্যক্তি দুটি ভোট দিতে পারবেন। একটি সরকার গঠনের ভোট, অপরটি জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন।” তিনি দাবি করেন, “১৭ বছরের বস্তাপঁচা রাজনীতির বন্দোবস্ত পরিষ্কার করে সম্প্রীতির রাজনীতির চর্চার বিকাশ ঘটাতে হবে।”

‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, “যারা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, আমরা আশা করি তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।”

জামায়াত আমির আরও বলেন, “আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি—আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান ‘এসো একসাথে গড়ি বাংলাদেশ।’”

তিনি বলেন, “আজকের এই সফরের মাধ্যমে ঢাকার বাইরে আমাদের কার্যক্রম শুরু হলো। জনগণের পালস বুঝে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আশ্বস্ত করতে চাই যে, দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়—যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

দলীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টায় পঞ্চগড়ে, বেলা ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

আগামীকাল শনিবার সকালে ডা. শফিকুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের।