ওম সরস্বতৈ নমঃ : বাণী অর্চনা ১৪৩২ অনুষ্ঠিত
- Update Time : 03:23:30 pm, Friday, 23 January 2026
- / 19 Time View
শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার বার্তা নিয়ে রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়েছে পবিত্র বাণী অর্চনা ১৪৩২। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে ছিল আনন্দঘন আবহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ, ঢাকার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর শামীমা ইয়াসমিন। তিনি তার বক্তব্যে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুমন্ত দেবনাথ। সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দ্বীপচন্দ্র সরকার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন তেজগাঁও কলেজ হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক সৌরভ দেবনাথ।
উল্লেখ্য, তেজগাঁও কলেজ, ঢাকার উদ্যোগে আয়োজিত এ বাণী অর্চনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

























