সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধার
- Update Time : 11:37:33 pm, Thursday, 22 January 2026
- / 22 Time View
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরামবাগ চিত্তরঞ্জন সাকিনস্থ বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠগাছের বাগানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ মহিন (২৯), মোঃ সজিব (২৮), মোঃ রনি (৩০), মোঃ বাবু (৩০), মোঃ হাসান (২০) ও ইমন (২৫)—এই ছয়জনকে আটক করা হয়। তারা সবাই সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়— দেশীয় তৈরি ধারালো চাপাতি, সুইচ গিয়ার, ছুরি, কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম। এছাড়া উদ্ধার করা হয় ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় এসআই (নিঃ) গাজী মাহতাব উদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিসহ পলাতক মোঃ শামীম (৩৩) ও মোঃ জসিম (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ৮/৯ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
























