সব নির্বাচনী কেন্দ্রে ৭দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ
- Update Time : 11:29:03 pm, Wednesday, 21 January 2026
- / 33 Time View
আগামী সাত দিনের মধ্যে দেশের সকল নির্বাচনী কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দ্রুত এ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিদ্যুৎ উপদেষ্টা এ নির্দেশনা দেন।
সভায় বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে নিশ্চিত (কনফার্ম) করতে হবে যে— সবগুলো ভোট কেন্দ্রতে বিদ্যুৎ সংযোগ আছে। যেকোনো বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা চালু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো পর্যাপ্ত সক্ষমতা নিশ্চিত করতে হবে।’
আসন্ন পবিত্র রমজান মাস, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন।






















