বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের আয়োজনে হাইভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- Update Time : 09:00:49 pm, Wednesday, 21 January 2026
- / 20 Time View
বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র আয়োজনে এক জমজমাট ও হাইভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের সামনের রাস্তা সংলগ্ন ক্ষুদেজা মঞ্জিলের পাশে অবস্থিত বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র নিজস্ব মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচটি আয়োজন করে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমি। খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, চেয়ারম্যান, ৬নং ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জনাব আব্দুল আলিম, অর্থ সম্পাদক, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে, জনাব আব্দুল আহাদ, ডিরেক্টর ও চেয়ারম্যান, সোনার বাংলা ফুটবল ক্লাব, ব্র্যাডফোর্ড, যুক্তরাজ্য, জনাব এমরানুল হক, সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে, জনাব হাবিবুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং জনাব জসিম খান, সহ-যুব সম্পাদক, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাটি দেখতে মাঠের চারপাশে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি ছিল। উত্তেজনাপূর্ণ এই প্রীতি ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
























