Dhaka 6:47 pm, Monday, 19 January 2026

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির অন্যতম আসামি বেল্লাল গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : 04:29:01 pm, Monday, 19 January 2026
  • / 15 Time View
২১

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি মোঃ বেল্লাল খান তুহিন (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় র‍্যাব পরিচয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী—আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮)—স্বর্ণ বিক্রি শেষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয় থেকে নগদ ৮০ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

দুপুরে গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’-এর একটি বাসে তারা রওনা হন। বিকেল আনুমানিক ৩টার দিকে বাসটি মাতুয়াইলের দা ওয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।

পরবর্তীতে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৩২ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন নলখোলা এলাকা থেকে মোঃ বেল্লাল খান তুহিন (৩৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়শৌলা, মিরুখালী এলাকায়।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে উদ্ধার করা হয়—নগদ ২,৩৭,৯১০ টাকা,১টি iPhone 16,১টি VIVO স্মার্টফোন,১টি Symphony বাটন মোবাইল,১টি সোনার আংটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ডাকাতির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ডাকাতির অন্যতম আসামি বেল্লাল গ্রেফতার

Update Time : 04:29:01 pm, Monday, 19 January 2026
২১

র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি মোঃ বেল্লাল খান তুহিন (৩৮)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।

র‍্যাব জানায়, গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় র‍্যাব পরিচয়ে এ ডাকাতির ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার স্বর্ণপট্টির হাজী জুয়েলারীর দুই ব্যবসায়ী—আমলাপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক হুমায়ুন (৫২) ও ফজলে রাব্বি (২৮)—স্বর্ণ বিক্রি শেষে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের স্বর্ণ শিল্পালয় থেকে নগদ ৮০ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জে ফিরছিলেন।

দুপুরে গুলিস্তান থেকে ‘শ্রাবণ পরিবহন’-এর একটি বাসে তারা রওনা হন। বিকেল আনুমানিক ৩টার দিকে বাসটি মাতুয়াইলের দা ওয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে দুই ব্যবসায়ীকে টাকার ব্যাগসহ বাস থেকে নামিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।

পরবর্তীতে তাদের মারধর করে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ সেতুর নিচে ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৩২ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালীর যৌথ অভিযানে পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন নলখোলা এলাকা থেকে মোঃ বেল্লাল খান তুহিন (৩৮)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বড়শৌলা, মিরুখালী এলাকায়।

গ্রেফতারের সময় আসামির কাছ থেকে উদ্ধার করা হয়—নগদ ২,৩৭,৯১০ টাকা,১টি iPhone 16,১টি VIVO স্মার্টফোন,১টি Symphony বাটন মোবাইল,১টি সোনার আংটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ডাকাতির ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।