ফতুল্লায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 06:57:19 pm, Monday, 19 January 2026
- / 53 Time View
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রিয়াদ হোসেন (২০)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মধ্যপাড়া এলাকার মোঃ মুলতান হোসেন (সুলতান হোসেন) এর পুত্র। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সদর থানাধীন আরডিএফ ক্লিনিকের ২য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১৯ জানুয়ারি) ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন তুলারাম কলেজ রোড ডাকবাংলো নিউ চাষাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফতুল্লা, নারায়ণগঞ্জের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামির দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।





















