নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার
- Update Time : 11:17:19 pm, Thursday, 15 January 2026
- / 25 Time View
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারিসহ দুইজনকে গ্রেফতার করেছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের দিকনির্দেশনায় গঠিত একটি আভিযানিক দল অদ্য সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে সদর মডেল থানাধীন দেওভোগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—১. কামরুল হুদা বাবু (৫৪), পিতা—মৃত ডা. নুরুল হুদা, মাতা—রাজিয়া হুদা। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি। তার বাড়ি গোদনাইল আরামবাগ, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ। ২. মোতালেব হোসেন মাস্টার (৪৭), পিতা—মৃত আব্দুল মান্নান, মাতা—সালেহা বেগম। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ও যুবলীগের সক্রিয় কর্মী। তার বাড়ি কাইতা খালি, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পুলিশ আক্রান্ত সংক্রান্ত একটি মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।





















