বিজয়নগরে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারী গ্রেফতার
- Update Time : 10:42:05 pm, Wednesday, 14 January 2026
- / 21 Time View
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয়—নাম: মোঃ জয় মিয়া (২০),পিতা: মৃত আমিন মিয়া,মাতা: জোসনা বেগম
ঠিকানা: কাশিনগর গ্রাম, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।






















