বিএসএফের পুশ-ইনে ১৭ বাংলাদেশি আটক
- Update Time : 06:36:43 pm, Wednesday, 14 January 2026
- / 96 Time View
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর আওতাধীন গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করার ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোমস্তাপুর চাড়ালডাংগা বিওপির প্রতিপক্ষ ৮৮/ইটাঘাটা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত সীমান্ত পিলার ২১৯/৭১ আর সংলগ্ন স্থান দিয়ে এসব বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পুশ-ইনের পর চাড়ালডাংগা বিওপির (১৬ বিজিবি) একটি টহলদল সীমান্ত পিলার ২১৯/২৯ আর থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর বাজার এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৮ জন এবং শিশু ৪ জন রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত সকলেই ভারতের মালদহ জেলার হবিকুঠি থানাধীন আগ্রাবাদ জেলখানায় প্রায় তিন মাস কারাভোগের পর বিএসএফ কর্তৃক পুশ-ইনের শিকার হন।
বর্তমানে আটক বাংলাদেশি নাগরিকরা ১৬ বিজিবির চাড়ালডাংগা বিওপিতে অবস্থান করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
























