পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সিএমপি কমিশনারের নির্দেশ
- Update Time : 06:54:23 pm, Wednesday, 14 January 2026
- / 28 Time View
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল মঙ্গলবার দুপুরে দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সভায় সিএমপির ২০২৫ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা করা হয়।
সভায় সিএমপি কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন। সকল বিভাগের উপ–পুলিশ কমিশনারদের তাদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং কার্যক্রম এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে আরো সক্রিয় হওয়ার নির্দেশ দেন। রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ প্রদান করা হয়। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলের গতি বাড়াতেও তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়া ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থা আরো গতিশীল করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। সভায় পিআরএলে গমনকারী সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর) মোঃ হাবিবুর রহমান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ।
























