পলাশবাড়ীর কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন
- Update Time : 06:52:59 pm, Monday, 12 January 2026
- / 25 Time View
মিলন মন্ডল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীর কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়নমূলক বিভিন্ন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী মায়া-মনি কালী ও দূর্গা মন্দিরের উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু তরনীদাস।
ওই মন্দির কমিটির সভাপতি ধনেশ্বর চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাবু নিকুঞ্জ বিহারী সরকার, সুরেন্দ্র নাথ সরকার, চিত্তরঞ্জন সরকার, নিখিল চন্দ্র সরকার, রঞ্জন কুমার সরকার, সুকমল চন্দ্র সরকার প্রমুখ। এসময় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ওই মন্দির কমিটির সাধারণ সম্পাদক দেবেন্দ্র নাথ শীল।
উদ্বোধনী অনুষ্ঠানে হরিদাস বাবু তরনীদাস তার বক্তব্যে বলেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরসহ অত্রালাকার সকল মন্দিরের সার্বিক উন্নয়ন কাজে আমি সম্পৃক্ত হতে চাই। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সকল কাজে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।



















