সেনাবাহিনীর যৌথ অভিযানে পল্লবী থেকে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেফতার
- Update Time : 11:56:01 am, Friday, 9 January 2026
- / 39 Time View
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল রাজধানীর পল্লবী এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে।
অভিযানে শাহজাদী নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে তার তিন সহযোগী বেলী, ইসলাম ও রনিসহ গ্রেফতার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে পরিচালিত এ অভিযানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তল এমুনিশন এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এছাড়া, অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রদান করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





















