পৃথক অভিযানে কদমতলীর সাহাবুদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার
- Update Time : 11:06:31 pm, Friday, 9 January 2026
- / 22 Time View
রাজধানীর কদমতলীতে লোহার ভাঙারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক অভিযানে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সূত্র জানায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ২২টা ২০ মিনিটে কদমতলী থানাধীন ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে সাহাবুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর আসামিরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৮,তারিখ-০৭/০১/২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ ও বিস্ফোরক দ্রব্য আইন ২০০৮ অনুযায়ী রুজু করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।
আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অদ্য বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ১৯টা ২০ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন হারেজপুর এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি রাজু ওরফে বাঘা রাজু (৩০)-কে গ্রেফতার করা হয়। তার পিতা মো. হারুন, বাড়ি কুদারবাজার, কদমতলী, ঢাকা।
এছাড়া একই দিন সন্ধ্যা ১৯টা ৪৫ মিনিটে শরীয়তপুর জেলার পদ্মাসেতু দক্ষিণ থানাধীন মাওডুবা এলাকা থেকে অপর এজাহারনামীয় আসামি মো. হারুন ওরফে টাকলা হারুন (৫৫)-কে গ্রেফতার করা হয়। তার পিতা মৃত মুন্নাফ মল্লিক, বাড়ি কুদারবাজার, কদমতলী, ঢাকা।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।





















