জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 11:44:52 pm, Friday, 9 January 2026
- / 29 Time View
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নারায়ণগঞ্জের অভিযানে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইব্রাহিম হোসেন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মাহবুব আলম-এর নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল মিয়া, এসআই (নিঃ) মিঠুন কুমার দত্ত, এসআই (নিঃ) সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ০০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শ্রীরামপুর ভূঁইয়া ব্রিক্স-এর সামনে পাকা রাস্তার ওপর পরিচালিত হয়। এ সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের নাম-ঠিকানা মোঃ জাবের হোসেন (২৫), পিতা- দীন মোহাম্মদ, সাং- শ্রীরামপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি মোঃ জাবের হোসেনের হেফাজত থেকে ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




















