Dhaka 8:51 am, Saturday, 10 January 2026

উপমহাদেশের অবিসংবাদিত নেতা খালেদা জিয়া: শামা ওবায়েদ

মোঃ বিল্লাল হোসেন
  • Update Time : 07:45:22 pm, Friday, 9 January 2026
  • / 42 Time View
৫৫

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে‌ বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন ছিলেন না। তিনি এই উপমহাদেশের গণতন্ত্রগামী মানুষের জন্য একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের একটি মাদ্রাসা মাঠে আটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের যে আন্দোলন, অর্থনীতির মুক্তির জন্য যে আন্দোলন, মানুষের কথা বলার অধিকারের জন্য যে আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষের প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই গত ১৭ বছর তারা নির্যাতিত ছিলেন। অনেকেই কথা বলতে পারেন নাই। মিথ্যা মামলায় নির্যাতিত ছিলেন। ঘরে থাকতে পারেন নাই। এই ১৭ বছর বাংলাদেশের মাটিতে ঠিকমতো নির্বাচন হয় নাই। সেই গণতন্ত্রের ও ভোটাধিকারের জন্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন সারা জীবন। সেই গণতন্ত্র ভোটাধিকার কিন্তু আমরা পাই নাই। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হবে; সেই নির্বাচনটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমার বাবার মৃত্যুর পরে এই সালথা উপজেলার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এতটুকু কথা দিতে পারি আগামী নির্বাচনে যদি সফল হই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে পারি, ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি তাহলে আমরা সবাই মিলে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি।

সালথাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, সালথা উপজেলায় এখনও এমন অনেক গ্রাম আছে যেখানে ভালো রাস্তা নেই। গাড়ি ঘোড়া চলতে পারে না, ভ্যান গাড়িও ঠিকমত চলাচল করতে পারে না আমাদের মা-বোনদের কষ্ট হয়। ছোট ছোট ভাইবোনেরা যারা মাদ্রাসায় স্কুলে পড়াশোনা করে তাদেরও চলাচলে কষ্ট হয়। প্রত্যেকটা এলাকায় উন্নয়নমূলক কাজ করতে হবে। রাস্তাঘাট করতে হবে ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে। সালথায় ভালো একটি হাসপাতাল নেই। ফলে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ফরিদপুরে অথবা ঢাকায় যেতে হয়। আমরা চাই সালথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হোক যেখানে আমাদের মুরব্বিরা আমাদের ভাইয়েরা বোনরা স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবে। এখানে একটি ভালো ইউনিভার্সিটি হতে হবে। নগরকান্দা এবং সালথা উপজেলা প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সালথায় অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। সেগুলোকে আরও উন্নত করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েদের কষ্ট না হয়। আরও ভালোভাবে তালিম নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আসাদুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আজাদ খন্দকার, যুবদল নেতা হাসান আশরাফ, নগরকান্দা উপজেলা বিএনপির বাবুল তালুকদার, সাইফুজ্জামান মুকুল, শওকত শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উপমহাদেশের অবিসংবাদিত নেতা খালেদা জিয়া: শামা ওবায়েদ

Update Time : 07:45:22 pm, Friday, 9 January 2026
৫৫

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে‌ বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন ছিলেন না। তিনি এই উপমহাদেশের গণতন্ত্রগামী মানুষের জন্য একজন অবিসংবাদিত নেতা হিসেবে পরিণত হয়েছিলেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কিত্তা গ্রামের একটি মাদ্রাসা মাঠে আটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, মানবাধিকার লঙ্ঘনের যে আন্দোলন, অর্থনীতির মুক্তির জন্য যে আন্দোলন, মানুষের কথা বলার অধিকারের জন্য যে আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করে বাংলাদেশের মানুষের প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই গত ১৭ বছর তারা নির্যাতিত ছিলেন। অনেকেই কথা বলতে পারেন নাই। মিথ্যা মামলায় নির্যাতিত ছিলেন। ঘরে থাকতে পারেন নাই। এই ১৭ বছর বাংলাদেশের মাটিতে ঠিকমতো নির্বাচন হয় নাই। সেই গণতন্ত্রের ও ভোটাধিকারের জন্য মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে গেছেন সারা জীবন। সেই গণতন্ত্র ভোটাধিকার কিন্তু আমরা পাই নাই। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে যে নির্বাচন হবে; সেই নির্বাচনটি হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমার বাবার মৃত্যুর পরে এই সালথা উপজেলার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি এতটুকু কথা দিতে পারি আগামী নির্বাচনে যদি সফল হই ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে পারি, ধানের শীষকে বিজয় লাভ করাতে পারি তাহলে আমরা সবাই মিলে সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে পারি।

সালথাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, সালথা উপজেলায় এখনও এমন অনেক গ্রাম আছে যেখানে ভালো রাস্তা নেই। গাড়ি ঘোড়া চলতে পারে না, ভ্যান গাড়িও ঠিকমত চলাচল করতে পারে না আমাদের মা-বোনদের কষ্ট হয়। ছোট ছোট ভাইবোনেরা যারা মাদ্রাসায় স্কুলে পড়াশোনা করে তাদেরও চলাচলে কষ্ট হয়। প্রত্যেকটা এলাকায় উন্নয়নমূলক কাজ করতে হবে। রাস্তাঘাট করতে হবে ব্রিজ কালভার্ট নির্মাণ করতে হবে। সালথায় ভালো একটি হাসপাতাল নেই। ফলে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ফরিদপুরে অথবা ঢাকায় যেতে হয়। আমরা চাই সালথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হোক যেখানে আমাদের মুরব্বিরা আমাদের ভাইয়েরা বোনরা স্বল্প মূল্যে চিকিৎসা নিতে পারবে। এখানে একটি ভালো ইউনিভার্সিটি হতে হবে। নগরকান্দা এবং সালথা উপজেলা প্রতিটি ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। সালথায় অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে যেখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে। সেগুলোকে আরও উন্নত করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েদের কষ্ট না হয়। আরও ভালোভাবে তালিম নিতে পারে সে ব্যবস্থা করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা আসাদুজ্জামান, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আজাদ খন্দকার, যুবদল নেতা হাসান আশরাফ, নগরকান্দা উপজেলা বিএনপির বাবুল তালুকদার, সাইফুজ্জামান মুকুল, শওকত শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।