সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 10:25:17 pm, Thursday, 8 January 2026
- / 43 Time View
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ৭ জানুয়ারি (বুধবার) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ ছারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কুমিল্লা থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন-এর একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৫৭০২) সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেওয়া হয়। বাসটি থামানোর পর একজন যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ রুবেল (৩৫), পিতা- মোঃ শাহ জাহান, মাতা- পারভীন বেগম, সাং- ডালপা, থানা- মুরাদপুর, জেলা- কুমিল্লা বলে জানা যায়।
পরবর্তীতে তার হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত আসামিকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




















