সোনারগাঁওয়ে ১০০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 10:42:12 pm, Thursday, 8 January 2026
- / 76 Time View
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ’র নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, চট্টগ্রাম দিক থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৯৪) একটি বাস মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থিত পুলিশ চেকপোস্টে থামানো হয়। বাসে তল্লাশির সময় সন্দেহভাজন দুই নারী যাত্রী কৌশলে বাস থেকে নামার চেষ্টা করলে নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—১. কল্পনা আক্তার (২৩), পিতা-মৃত আরজু মিয়া, মাতা-মৃত সাহানা বেগম, গ্রাম-খিলগাঁও মডেল স্কুল কালভার্ট সংলগ্ন ফরহাদ মিয়ার ভাড়াবাড়ি, রুম নং-০৩, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা।।২. মরিয়ম আক্তার ফারজানা (৩৩), পিতা-আব্দুল মান্নান, মাতা-রেবেকা খাতুন, সাং-ফুলবাড়ীয়া, থানা-সাথিয়া, জেলা-পাবনা।
পরে তাদের হেফাজত থেকে মোট ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের অদ্যই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।




















