র্যাব পরিচয়ে জুয়েলারি কর্মচারী অপহরণ, ৮০ লাখ টাকা ছিনতাই
- Update Time : 04:02:15 pm, Thursday, 8 January 2026
- / 49 Time View
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে র্যাব পরিচয়ে একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার বিকেলে রাজধানীর মাতুয়াইল এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের অপহরণ করা হয়। আহত দুই কর্মচারী হলেন মোজাম্মেল হক হুমায়ুন ও ফজলে রাব্বি। তারা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ শহরের কালির বাজারের হাজী জুয়েলার্সের কর্মচারী ওই দুইজন রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে স্বর্ণ বিক্রি করে নগদ ৮০ লাখ টাকা নিয়ে বাসযোগে নারায়ণগঞ্জে ফিরছিলেন। বাসটি মাতুয়াইল এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের নোহা গাড়ি থেকে র্যাব পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাস থামিয়ে টাকার ব্যাগসহ তাদের অপহরণ করে।
পরে ছিনতাইকারীরা তাদের মারধর করে গামছা দিয়ে চোখ বেঁধে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রিজের নিচে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, র্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।




















