ভাঙ্গায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ লাখ টাকা জরিমানা
- Update Time : 10:31:43 pm, Thursday, 8 January 2026
- / 31 Time View
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সংশ্লিষ্ট দুই ইটভাটার কাছ থেকে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. জিহাদ হোসেন।
প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার সুফিয়া ব্রিকস ও এম এম ব্রিক্স ফিল্ড- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায়, এম এম ব্রিক্স ফিল্ডের মালিক মাওলানা আব্দুর রহমানকে এক লাখ টাকা এবং সুফিয়া ব্রিকসের মালিক সাইদুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম অগ্নিশিখা প্রতিবেদককে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা ছিলেন।




















