সরাইলে ভূমি দস্যুদের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- Update Time : 08:58:14 pm, Wednesday, 7 January 2026
- / 211 Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জোরপূর্বক জমি দখলচেষ্টার অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরাইল সাংবাদিক পরিষদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ ইসমাইল চৌধুরী। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের সাখাইতি গ্রামের মৃত সায়েব আলী চৌধুরীর ছেলে।
লিখিত বক্তব্যে মোঃ ইসমাইল চৌধুরী জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে ১৫/০৪/২০১৫ ইং সাল থেকে একটি মামলা চলমান রয়েছে, যা এখনো নিষ্পত্তি হয়নি। অথচ তার চাচাতো ভাই গোলাপ চৌধুরীসহ সংশ্লিষ্টরা আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক জমি দখল করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি ও আইনের পরিপন্থী।
তিনি অভিযোগ করে বলেন, জমি দখলে বাধা দিলে প্রতিপক্ষরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মোঃ ইসমাইল চৌধুরী ও তার ভাই ইউসুফ চৌধুরী উভয়েই সৌদি আরব প্রবাসী। বর্তমানে তিনি দেশে অবস্থান করছেন। প্রবাসী হওয়াকে দুর্বলতা হিসেবে ধরে ভূমিদস্যুরা তাদের জমি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি দেশে ছুটিতে এসে প্রতিপক্ষের করা মিথ্যা মামলার হয়রানির শিকার হয়ে তিনি সৌদি আরবে ফিরে যেতে পারেননি। এতে তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, নিজের সম্পত্তি ও ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে গত ১৮/১২/২০২৫ ইং তারিখে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। আদালত মামলাটি আমলে নিয়ে সরাইল থানার অফিসার ইনচার্জকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে অভিযুক্ত গোলাপ চৌধুরী গংরা এখনো ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি পানিশ্বর ইউনিয়নের সাখাইতি মৌজার সংশ্লিষ্ট জমির বিভিন্ন দাগ ও খতিয়ানের বিবরণ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— বিএস খতিয়ান নং ৪৭৫, ৭৮৮, ৮১২ ও ৭৮৭; বিএস দাগ নং ১৫৭৭, ১৫৮১, ১৫৮২, ১৫৮৪ ও ১৫৮৫ এবং এসএ খতিয়ান নং ৪৮৪।
শেষে মোঃ ইসমাইল চৌধুরী সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে এবং ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।



















