ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার
- Update Time : 09:34:01 pm, Tuesday, 6 January 2026
- / 99 Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্র ও মাদকসহ এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় চিহ্নিত অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে গলাচিপা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কুখ্যাত সন্ত্রাসী জাহিদ হোসেনের সহযোগী হিসেবে পরিচিত মোঃ মনির হোসেন ওরফে ‘ফাইটার মনির’ (৪০)–কে গ্রেফতার করা হয়। তিনি মাসদাইর এলাকার বাসিন্দা।
গ্রেফতারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— স্টিলের বড় ছোরা, রামদা, বড় ও ছোট দা, ডেগার, সামুরাই, চাপাতি, করাত, হাতুড়ি, লোহা কাটার, পাইপসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। এছাড়া একটি কম্পিউটার সিপিইউ, দুটি মনিটর, ২৪ পুরিয়া গাঁজা এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



















