নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
- Update Time : 04:45:47 pm, Tuesday, 6 January 2026
- / 64 Time View
নারায়ণগঞ্জের নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারী) দুপুর ১২টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
উদ্বোধনী অনুষ্ঠানটি “GREEN & CLEAN NARAYANGANJ” উদ্যোগের অংশ হিসেবে আয়োজন করা হয়। এ সময় শিক্ষাবান্ধব, সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসানুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এস. এম. ফয়েজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, নারায়ণগঞ্জ সদর উপজেলা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা নবনির্মিত ভবনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
জানা গেছে, নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি PEDP-4 প্রকল্পের আওতায় নির্মিত। একই সঙ্গে NBIDGPS (১ম পর্যায়) প্রকল্পের আওতায় নির্মিত বন্ধুস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনও উদ্বোধন করা হয়। উভয় বিদ্যালয়েই আধুনিক শ্রেণিকক্ষ, উন্নত অবকাঠামো এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,
“শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। নবনির্মিত ভবনগুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে। আমরা চাই, প্রতিটি শিশু আধুনিক শিক্ষার সুযোগ পাক।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ভবন পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা নতুন শ্রেণিকক্ষে পড়াশোনার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ সদর-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্মিত ভবনের প্রযুক্তিগত মান, স্থায়িত্ব ও পরিবেশবান্ধব নকশা প্রশংসিত হয়।





















