দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা
- Update Time : 11:01:27 pm, Tuesday, 6 January 2026
- / 199 Time View
নারায়ণগঞ্জ শহরে দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, সাংবাদিক মারধর ও ভাঙচুরের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মোঃ মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে জাহিদ (৪৫), তার ছোট ভাই জুম্মান (৩৫) ও ভাতিজা (২১) (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এ ঘটনা দেখে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ-এর সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া। এ সময় অভিযুক্তরা আরও ৮–১০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা চালায়।
হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হন। অভিযোগে উল্লেখ করা হয়, একপর্যায়ে জাহিদের লাথির আঘাতে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর জখম হয় এবং তার চারটি দাঁত ভেঙে মুখের মারি লরে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এসআই শহিদুল ইসলামকে নির্দেশ দেন। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এসআই শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযুক্তদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।



















