Dhaka 4:25 pm, Wednesday, 7 January 2026

আবারও দাম বাড়লো এলপিজির

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 06:38:47 pm, Sunday, 4 January 2026
  • / 40 Time View
৪৮

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম চলতি জানুয়ারি মাসের জন্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।

গত মাসে (ডিসেম্বর ২০২৫) দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ, জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘নতুন নির্ধারিত এলপিজির মূল্য আজ (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এলপিজি বিপণনকারী সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে এই মূল্য বাস্তবায়ন করতে হবে।’

তিনি জানান, সৌদি আরামকো ঘোষিত নতুন কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী জানুয়ারি মাসের জন্য ১৩ ধরনের এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসের শুরুতে সৌদি আরামকো এলপিজির আন্তর্জাতিক সিপি নির্ধারণ করে, যা মেয়াদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়।

বিইআরসি’র তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। এর আগে নভেম্বর মাসে ছিল ১ হাজার ২১৫ টাকা, অক্টোবরে ১ হাজার ২৪১ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

মূল্য পুনর্নির্ধারণের আওতায় বেসরকারি খাতের খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৫ টাকা ০৮ পয়সা, যা আগে ছিল ১০০ টাকা ৬৬ পয়সা। এছাড়া বেসরকারি খাতের মালিকানাধীন গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৩৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত ডিসেম্বরে ছিল ২২৩ টাকা ৮০ পয়সা।

বিইআরসি জানায়, সৌদি কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী প্রোপেনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৫২৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত ধরে গড় সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৫২১ দশমিক ৭৫ মার্কিন ডলার। এই হিসাবের ভিত্তিতেই জানুয়ারি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি’র সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খুচরা পর্যায়ে এলপিজির নতুন দাম হবে- ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৬০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৩৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭৪২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯৫৯ টাকা, ২০ কেজি ২ হাজার ১৭৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৯৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭২১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২৬৫ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৯২ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৮০৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৮ টাকা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আবারও দাম বাড়লো এলপিজির

Update Time : 06:38:47 pm, Sunday, 4 January 2026
৪৮

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম চলতি জানুয়ারি মাসের জন্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।

গত মাসে (ডিসেম্বর ২০২৫) দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। অর্থাৎ, জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ রোববার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘নতুন নির্ধারিত এলপিজির মূল্য আজ (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এলপিজি বিপণনকারী সব লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে এই মূল্য বাস্তবায়ন করতে হবে।’

তিনি জানান, সৌদি আরামকো ঘোষিত নতুন কন্ট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী জানুয়ারি মাসের জন্য ১৩ ধরনের এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতি মাসের শুরুতে সৌদি আরামকো এলপিজির আন্তর্জাতিক সিপি নির্ধারণ করে, যা মেয়াদি চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়।

বিইআরসি’র তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৫৩ টাকা। এর আগে নভেম্বর মাসে ছিল ১ হাজার ২১৫ টাকা, অক্টোবরে ১ হাজার ২৪১ টাকা, সেপ্টেম্বরে ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।

একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বরে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

মূল্য পুনর্নির্ধারণের আওতায় বেসরকারি খাতের খুচরা পর্যায়ে ভ্যাটসহ প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৫ টাকা ০৮ পয়সা, যা আগে ছিল ১০০ টাকা ৬৬ পয়সা। এছাড়া বেসরকারি খাতের মালিকানাধীন গ্যাস সিস্টেমে সরবরাহকৃত এলপিজির দাম প্রতি ঘনমিটার ২৩৩ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত ডিসেম্বরে ছিল ২২৩ টাকা ৮০ পয়সা।

বিইআরসি জানায়, সৌদি কন্ট্রাক্ট প্রাইস অনুযায়ী প্রোপেনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি টন ৫২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৫২৫ মার্কিন ডলার। প্রোপেন ও বিউটেনের ৩৫:৬৫ অনুপাত ধরে গড় সিপি দাঁড়িয়েছে প্রতি টন ৫২১ দশমিক ৭৫ মার্কিন ডলার। এই হিসাবের ভিত্তিতেই জানুয়ারি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি’র সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খুচরা পর্যায়ে এলপিজির নতুন দাম হবে- ১২ দশমিক ৫ কেজি সিলিন্ডার ১ হাজার ৩৬০ টাকা, ১৫ কেজি ১ হাজার ৬৩৩ টাকা, ১৬ কেজি ১ হাজার ৭৪২ টাকা, ১৮ কেজি ১ হাজার ৯৫৯ টাকা, ২০ কেজি ২ হাজার ১৭৬ টাকা, ২২ কেজি ২ হাজার ৩৯৫ টাকা, ২৫ কেজি ২ হাজার ৭২১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ২৬৫ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৫৯২ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ৮০৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৮ টাকা।