সোনারগাঁওয়ে ২৫০০ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, ৩ মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 02:15:06 pm, Saturday, 3 January 2026
- / 136 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেটকারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টা ০৫ মিনিটে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর দিকনির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. নবী হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকার বিসমিল্লাহ পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—১) জহুরা বেগম (৩৫), স্বামী: মৃত আবুল কালাম, ২) তাছিয়া নূর (১৯), পিতা: মফিজুল,
উভয়ের স্থায়ী ঠিকানা: গ্রাম উলুচামারী, ইউপি নীলা, থানা টেকনাফ, জেলা কক্সবাজার। ৩) মো. বিপুল হোসেন (৩৭), পিতা: বেলাল হোসেন, গ্রাম কাঠের পুল, মঠপাড়া, থানা ভেড়ামাড়া, জেলা কুষ্টিয়া।
পুলিশ আরও জানায়, আটককৃতদের ব্যবহৃত সাদা রঙের একটি প্রাইভেটকার (রেজি. নং ঢাকা-মেট্রো-গ-২৮-২৬৮৪) তল্লাশি করে মোট ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


















