বেগম খালেদা জিয়া সারে ৪ দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান
- Update Time : 01:44:08 pm, Saturday, 3 January 2026
- / 45 Time View
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাড়ে চার দশকের এক অনবদ্য রাজনৈতিক প্রতিষ্ঠান।
তিনি বলেন, ‘তিনি গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণায় উদ্দীপ্ত করেছেন এবং জাগিয়েছেন। দেশের সকল রাজনীতিবিদের পথপ্রদর্শক হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।’
আজ শনিবার রাজধানীর জিয়া উদ্যানে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় রিজভী বলেন, ‘কিভাবে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়। কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ ও হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত তা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বেগম খালেদা জিয়া হেঁটে কারাগারে গেলেও সেখান থেকে বের হয়েছেন মুমূর্ষু অবস্থায়। কেন তাঁর এমন অবস্থা হলো, এ প্রশ্ন এখন গোটা জাতির। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কারাগারে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও ঠিকমতো খাবার-দাবার দেয়নি। তাঁকে তিলে তিলে শেষ করে দেওয়ার নানা চক্রান্ত হয়েছে।’
বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘জাতি বেগম খালেদা জিয়ার অসীম জনপ্রিয়তা দেখেছে তাঁর জানাজার নামাজে। দেশের ইতিহাসে এর চেয়ে বড় জানাজা আর হয়নি। দেশের আপামর জনগণ চোখের পানি ফেলেছে, তাঁর জন্য দোয়া করেছে। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করলেও তিনি কখনো প্রতিহিংসামূলক আচরণ বা কোন বাজে আচরণ করেননি। দেশের সকল রাজনীতিবিদের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে।’
রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু কখনো অন্যায়ের কাছে আপস করেননি। তার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে জনগণ বিশ্বাস করে।’
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, খালেদা জিয়ার আদর্শে বিএনপি আজ আরও শক্তিশালী। তার দেখানো পথ ধরে এগিয়ে গেলেই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে পারবো।



















