বন্দর থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে চুরির ঘটনায় ৫ জন গ্রেপ্তার
- Update Time : 10:58:40 pm, Friday, 2 January 2026
- / 19 Time View
নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির ঘটনায় ৫ জন চোরকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে বন্দর থানাধীন কল্যান্দী এলাকার বাসিন্দা দুলাল হোসেন (৫৩) ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে নগদ ৮৬ হাজার টাকা ও ব্যবসায়িক হিসাবের খাতা সম্বলিত দুইটি টিস্যু কাপড়ের ব্যাগ নিয়ে কল্যান্দী স্ট্যান্ড থেকে একটি সিএনজিতে করে ডাচ-বাংলা ব্যাংক, বন্দর শাখার উদ্দেশ্যে রওনা দেন। ব্যাংকের সামনে পৌঁছেও সিএনজি থামানো না হলে চালকের আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে সিএনজি চালক ও তার সহযোগীরা দুলাল হোসেনকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে অজ্ঞান করে অজ্ঞাত স্থানে ফেলে রেখে তার কাছে থাকা নগদ অর্থ ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী দুলাল হোসেন বাদী হয়ে ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার পর বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ডিএমপির যাত্রাবাড়ী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুমন শরীফ (৪০), সাদ্দাম মিজি (৩২), মো. ইয়াসিন হোসেন ওরফে রবিউল (২৫), মো. রোকন গাজী (২৫) এবং সজিব মিয়া (২৫)। এ সময় ঘটনার কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাদের অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

















