Dhaka 5:24 pm, Tuesday, 30 December 2025

হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, জনভোগান্তি

সাহাব উদ্দীন, বিশেষ প্রতিবেদক
  • Update Time : 03:25:37 pm, Tuesday, 30 December 2025
  • / 21 Time View
৩১

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার বিকেলে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে উপস্থিত জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, “ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ছাত্র-জনতা রাজপথে নেমেছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

তিনি আরও বলেন, বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, জনভোগান্তি

Update Time : 03:25:37 pm, Tuesday, 30 December 2025
৩১

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

সোমবার বিকেলে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে উপস্থিত জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, “ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ছাত্র-জনতা রাজপথে নেমেছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”

তিনি আরও বলেন, বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়।