অটোচুরির সিন্ডিকেট এর মিথ্যা হয়রানির শিকার আশুলিয়া থানার সাহসী এস আই আনোয়ার
- Update Time : 04:46:50 pm, Monday, 29 December 2025
- / 1565 Time View
স্বৈরাচার পতনের প্রায় দেড় বছর অতিবাহিত হওয়ার পরও দেখা যাচ্ছে বেশ কিছু আভ্যন্তরীন ও আন্তর্জাতিক মিডিয়া সিন্ডিকেট এর নির্মম শিকার হচ্ছেন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সততার সঙ্গে দায়িত্ব পালন করা সাহসী অফিসার রা। এতে যেমন অবক্ষয় হচ্ছে আইনের প্রয়োগ তেমনি দিন দিন মনোবল হারাচ্ছেন দায়িত্বশীল কর্মকর্তারা।এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে ঢাকার অদুরে আশুলিয়া থানায়।
অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী আশুলিয়া থানার সাহসী অফিসার এস আই আনোয়ার, একটি অটোরিকশা চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দা সুজনকে সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে বসায়, পরবর্তী তে বিষয় টি উক্ত পরিবার এর মধ্যস্ততায় আপোষের মাধ্যমে মিমাংসা হলেও, স্থানীয় কিছু হলুদ সাংবাদিক বিষয় টি কে নিয়ে পুলিশ এর ভাবমূর্তি নস্ট করার লক্ষ্যে সুনির্দিষ্ট ভাবে একটি স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে এস আই আনোয়ার এর নৈতিকতা ধ্বংসের চেষ্টা করে।

তবে এ বিষয় এ ফোনে কথা বলে সুজনের কাছ থেকে জানা যায় যে এস আই আনোয়ার তাকে কোনরূপ হয়রানি বা গ্রেফতার কিংবা কোনরকম আর্থিক লেনদেন করেনি। যার সুনির্দিষ্ট কল রেকর্ড এই প্রতিবেদকের হাতে এসে পৌছেছে। তাই বিষয় টি গুরুত্ব সহকারে নিয়ে দেশের যাবতীয় প্রশাসনের বিরুদ্ধে এই সিন্ডিকেট কে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছে বেশ কিছু সাংবাদিক সংস্থা গুলো।


















