Dhaka 9:06 pm, Tuesday, 23 December 2025

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ

সোহেল আমান, রাজশাহী ব্যুরো
  • Update Time : 07:22:14 pm, Tuesday, 23 December 2025
  • / 50 Time View
৬০

 

সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কতৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বরে) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায়র দিয়ে অবৈধ ও চোরাচালাকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম সে ঢোকার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে কৌশলগত পরিকল্পনাও অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১ টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিত টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে ধুকে পড়ে। পরবর্তী টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ০২ টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

উল্লেখ্য যে, ৫৩ বিজিবি গত ১৫ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল, ৯ টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তার সাথে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২টি বিদেশী পিস্তলসহ গোলাবারুদ জব্দ

Update Time : 07:22:14 pm, Tuesday, 23 December 2025
৬০

 

সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কতৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বরে) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায়র দিয়ে অবৈধ ও চোরাচালাকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম সে ঢোকার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে কৌশলগত পরিকল্পনাও অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১ টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিত টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে ধুকে পড়ে। পরবর্তী টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ০২ টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

উল্লেখ্য যে, ৫৩ বিজিবি গত ১৫ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল, ৯ টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তার সাথে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞা।