নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে বিআরটিএ’র চেক ও চালকদের পোশাক বিতরণ
- Update Time : 04:22:41 pm, Tuesday, 23 December 2025
- / 25 Time View
নারায়ণগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ’র ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ এবং পেশাদার গাড়িচালকদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। পাশাপাশি পেশাদার চালকদের মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মাহাবুবুর রহমান, বিআরটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা সড়ক নিরাপত্তা জোরদার, চালকদের পেশাদারিত্ব বৃদ্ধি এবং দুর্ঘটনা রোধে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারগুলোর হাতে চেক তুলে দেওয়া হয় এবং চালকদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করা হয়।
























