মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল গ্রেফতার
- Update Time : 04:06:08 pm, Sunday, 21 December 2025
- / 30 Time View
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাসেল (৩৮)’কে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাসেল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২৩(৯)১৯ এর আসামি। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দায়ের করা হয়। তার পিতার নাম মোঃ আনোয়ার হোসেন। তিনি শ্রীনগর থানার মাসুরগাঁ এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















