সোনারগাঁও মোরগাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাদকের ছড়াছড়ি, উদ্বিগ্ন স্থানীয়রা
- Update Time : 06:00:36 pm, Friday, 19 December 2025
- / 7 Time View
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোরগাপাড়া বাসস্ট্যান্ড এবং পিকআপ স্ট্যান্ড এলাকায় সম্প্রতি মাদক কারবার আশঙ্কাজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মতে, দিনের পর দিন প্রকাশ্যে মাদক লেনদেন চললেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।
অভিযোগ উঠেছে কামরুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত মোগড়াপাড়া এলাকায় দেদারসে মাদক কারবার চালিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ড কেন্দ্রিক কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এতে করে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলও অনিরাপদ হয়ে উঠছে।
একাধিক দোকানি জানান, সন্ধ্যার পরপরই বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় এবং সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা যায়। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো দৃশ্যমান কোনো অভিযান হয়নি বলে দাবি তাদের।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।





















