সোনারগাঁওয়ে ১৩০ পিস ইয়াবা ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- Update Time : 06:41:10 pm, Thursday, 18 December 2025
- / 46 Time View
সোনারগাঁও থানা পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেনের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর (নিঃ) এটিএম জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ আজিম ওরফে আজিজ (৩৫), পিতা- শাহজালাল, মাতা- পেয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: ভবানীপুর, থানা- গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জ; বর্তমান ঠিকানা: সোনাপুর (আশেক আলীর বাড়ির ভাড়াটিয়া), ইউপি- কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। ২) মোঃ মামুন মিয়া (৩৬), পিতা- মোঃ আশেক আলী, মাতা- মৃত আছিয়া বেগম, সাং- সোনাপুর, ইউপি- কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





















