টেকনাফে নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
- Update Time : 02:22:07 pm, Thursday, 18 December 2025
- / 24 Time View
কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮)–কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০২২ সালের ১৫ মে সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় নুরুল হক ওরফে ভুট্টো (৩৫)–কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বসহকারে প্রকাশিত হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২০২২ সালের ১৬ মে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৫ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। ঘটনার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে র্যাব-১৫–এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন মৌলভীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮)–কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়—মোহাম্মদ রিদুয়ান (২৮), পিতা: ফজল আহম্মদ, সাং: মৌলভীপাড়া, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।























