Dhaka 9:32 pm, Wednesday, 17 December 2025

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • Update Time : 07:52:50 pm, Wednesday, 17 December 2025
  • / 29 Time View
৩৩

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরি করার লক্ষ্যে আগামী জানুয়ারি মাস থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে কুরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হবে।

আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস- ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আরবি কেবল যোগাযোগের মাধ্যম নয়। এটি সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তত্ত্বীয় জ্ঞানের হাজার বছরের এক সমৃদ্ধ ভান্ডার। বিশ্বের ২০টিরও বেশি দেশের প্রধান ভাষা আরবি এবং প্রায় ৪০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার উৎকর্ষ সাধনে আরবদের চেয়ে অনারব অঞ্চলের মানুষের ভূমিকা কোনো অংশে কম নয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আরবি বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্বজুড়ে উচ্চশিক্ষার দুয়ার খোলা। আরব বিশ্ব ছাড়াও তুরস্ক এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে আরবি ভাষায় এমএ, এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে।’

এ সময় তিনি গবেষণাপত্র ও থিসিস বাধ্যতামূলকভাবে আরবি ভাষায় লেখার জন্য শিক্ষক-গবেষকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পরীক্ষার উত্তরপত্র আরবি ছাড়া অন্য ভাষায় গ্রহণ না করার জন্যও শিক্ষকদের অনুরোধ করেন।

শিক্ষাঙ্গণের রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বড় বাধা। শিক্ষক নেবো আমার দলের, শিক্ষক বানাবো আমার কর্মীকে, এই কালচার পরিহার করতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক কেন্দ্র পরিণত হতে দেয়া উচিত নয়।’ শিক্ষাঙ্গণকে দলীয়করণ করার মানসিকতা বর্জনের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের অধ্যাপক ডিন ড. মো. ইকবাল শাহীন খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে জামিয়াতুন নূর আল-আলমিয়াহ বাংলাদেশের পরিচালক ওবায়দুল্লাহ হামযাহ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস) আয়োজিত নবীনবরণ, চাকসু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

Update Time : 07:52:50 pm, Wednesday, 17 December 2025
৩৩

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরি করার লক্ষ্যে আগামী জানুয়ারি মাস থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে কুরআন শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হবে।

আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘আন্তর্জাতিক আরবি ভাষা দিবস- ২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চবির আরবি বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আরবি কেবল যোগাযোগের মাধ্যম নয়। এটি সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তত্ত্বীয় জ্ঞানের হাজার বছরের এক সমৃদ্ধ ভান্ডার। বিশ্বের ২০টিরও বেশি দেশের প্রধান ভাষা আরবি এবং প্রায় ৪০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এ ভাষার উৎকর্ষ সাধনে আরবদের চেয়ে অনারব অঞ্চলের মানুষের ভূমিকা কোনো অংশে কম নয়।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আরবি বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্বজুড়ে উচ্চশিক্ষার দুয়ার খোলা। আরব বিশ্ব ছাড়াও তুরস্ক এবং যুক্তরাজ্যের মতো দেশগুলোতে আরবি ভাষায় এমএ, এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে।’

এ সময় তিনি গবেষণাপত্র ও থিসিস বাধ্যতামূলকভাবে আরবি ভাষায় লেখার জন্য শিক্ষক-গবেষকদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পরীক্ষার উত্তরপত্র আরবি ছাড়া অন্য ভাষায় গ্রহণ না করার জন্যও শিক্ষকদের অনুরোধ করেন।

শিক্ষাঙ্গণের রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বড় বাধা। শিক্ষক নেবো আমার দলের, শিক্ষক বানাবো আমার কর্মীকে, এই কালচার পরিহার করতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক কেন্দ্র পরিণত হতে দেয়া উচিত নয়।’ শিক্ষাঙ্গণকে দলীয়করণ করার মানসিকতা বর্জনের জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান তিনি।

আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের অধ্যাপক ডিন ড. মো. ইকবাল শাহীন খান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে জামিয়াতুন নূর আল-আলমিয়াহ বাংলাদেশের পরিচালক ওবায়দুল্লাহ হামযাহ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে আরবি ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস) আয়োজিত নবীনবরণ, চাকসু সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।