অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: নারায়ণগঞ্জে ১৯ জন গ্রেফতার
- Update Time : 02:54:22 pm, Wednesday, 17 December 2025
- / 15 Time View
“অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২” কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
- অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানা এলাকা থেকে ৩ জন, ফতুল্লা মডেল থানা থেকে ২ জন, সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৯ জন, বন্দর থানা থেকে ৩ জন, রূপগঞ্জ থানা থেকে ১ জন এবং সোনারগাঁও থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, একই দিনে জেলার সাতটি থানা কর্তৃক নিরবিচ্ছিন্নভাবে পরিচালিত সাতটি চেকপোস্টের মাধ্যমে মোট ১৭৬টি যানবাহন ও ৩৪৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত বিভিন্ন অপরাধে দুইটি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















