নরসিংদীর শিবপুর প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস পালিত
- Update Time : 08:12:58 pm, Tuesday, 16 December 2025
- / 21 Time View
নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,উপজেলা বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার)বিতরণ করা হয় ।
উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে,আলোচনা করেন,মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি), শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া,শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত মুক্তিযোদ্ধা,শিক্ষক , শিক্ষার্থী,রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিবপুর উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা, কর্মচারী,শিক্ষক শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















