ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে
- Update Time : 03:56:02 pm, Monday, 15 December 2025
- / 23 Time View
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (আজ) সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা থানাধীন হানিফ ফ্যাশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে সদরঘাট থেকে ভোলাগামী ‘বোগদাদীয়া-১৩’ নামের যাত্রীবাহী লঞ্চটি বুড়িগঙ্গা নদীর ফতুল্লা অংশে পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে বাল্কহেডটি ডুবে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত লঞ্চটি জব্দ করে ফতুল্লা লঞ্চ টার্মিনালে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।






















