সরাইলে ১৪৭ পিস ইয়াবা, মোবাইলসহ মাদক কারবারি আটক
- Update Time : 10:54:42 pm, Sunday, 14 December 2025
- / 60 Time View
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকবিরোধী এক সফল অভিযানে ১৪৭ পিস ইয়াবা ও মোবাইল সহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এই অভিযানে স্থানীয় কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
রবিবার (১৪ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের পি.বি.সি ইটভাটা এলাকায় মাদক বিক্রয় কারীকে কালিকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নিজাম উদ্দিন (৩০) ১৪৭ পিছ ইয়াবা একটি মোবাইলসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। নিজাম উদ্দিন পূর্ব নোয়াগাঁও গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
আটকের পর কালিকোচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনী কে জানেন তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মাদক বিক্রেকারী মোঃ নিজাম উদ্দিনকে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি শেষে মাদক বিক্রয়কারীকে সরাইল থানার এসআই আবুল কালামের হাতে সোপর্দ করা হয় এবং মামলা প্রক্রিয়াদিন আছে।
এই সফল অভিযানে স্থানীয় কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাহসী ও সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক এবং ভবিষ্যতে মাদকবিরোধী কার্যক্রমে আরও অনেককে উৎসাহিত করবে। এই ধরনের সমন্বিত প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।


















