Dhaka 6:43 pm, Thursday, 11 December 2025

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ২০টি পরিপত্র জারি করবে ইসি

অনলাইন ডেস্ক
  • Update Time : 04:57:27 pm, Thursday, 11 December 2025
  • / 23 Time View
৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তফসিল ঘোষণা করবেন।

ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় ২০টি পরিপত্র জারি করবে।

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার পরই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপত্র জারি হবে। প্রথম পরিপত্রে বলা থাকবে, কমিশনের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার নির্দেশনা।’

এছাড়া পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষা, জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইতোমধ্যে লাগানো পোস্টার-ব্যানার অপসারণ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয়ে পরিপত্র জারি হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও বলেন, তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রজ্ঞাপন জারি হবে। এরপর রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

  • এর পরে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে, যার মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স অবজারভেশন টিম,  জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সেল ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বদলি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হবে।

অননুমোদিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্যও তাৎক্ষণিকভাবে নির্দেশনা জারি করবে ইসি।

এর আগে, বুধবার বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণা ও প্রচার সংক্রান্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

গতকাল বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি’র কার্যালয়ে এই ভাষণ রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ২০টি পরিপত্র জারি করবে ইসি

Update Time : 04:57:27 pm, Thursday, 11 December 2025
৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডকৃত ভাষণে তফসিল ঘোষণা করবেন।

ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানিয়েছেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই একটি সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রায় ২০টি পরিপত্র জারি করবে।

তিনি আরও বলেন, ‘তফসিল ঘোষণার পরই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিপত্র জারি হবে। প্রথম পরিপত্রে বলা থাকবে, কমিশনের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার নির্দেশনা।’

এছাড়া পর্যায়ক্রমে আইনশৃঙ্খলা রক্ষা, জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ইতোমধ্যে লাগানো পোস্টার-ব্যানার অপসারণ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয়ে পরিপত্র জারি হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা আরও বলেন, তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রজ্ঞাপন জারি হবে। এরপর রিটার্নিং অফিসার (আরও) ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

  • এর পরে নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে, যার মধ্যে রয়েছে— আইনশৃঙ্খলা সমন্বয় সেল, ভিজিলেন্স অবজারভেশন টিম,  জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সেল ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বদলি নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনা।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক দল ও প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হবে।

অননুমোদিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্যও তাৎক্ষণিকভাবে নির্দেশনা জারি করবে ইসি।

এর আগে, বুধবার বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণা ও প্রচার সংক্রান্ত ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

গতকাল বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি’র কার্যালয়ে এই ভাষণ রেকর্ডের কার্যক্রম সম্পন্ন করা হয়।