বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের আগমন উপলক্ষে শ্রীপুরে গণসমাবেশ অনুষ্ঠিত
- Update Time : 06:49:11 pm, Wednesday, 10 December 2025
- / 195 Time View
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আগমন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামনুল হক দা.বা.
এছাড়াও শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও গণমুখী ভূমিকা রেখে আসছে। তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গণসমাবেশে স্থানীয় হাজারো নাগরিক ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।






















