বাংলাদেশ খেলাফত মজলিস আমিরের আগমন উপলক্ষে শ্রীপুরে গণসমাবেশ অনুষ্ঠিত
- Update Time : 06:49:11 pm, Wednesday, 10 December 2025
- / 36 Time View
গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আগমন উপলক্ষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামনুল হক দা.বা.
এছাড়াও শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ ও জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও গণমুখী ভূমিকা রেখে আসছে। তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গণসমাবেশে স্থানীয় হাজারো নাগরিক ও কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।





















